ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী-শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অপর এক অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক সাইফুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ও ২১ মে মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন রাজাপুর, জীবননগর, কুসুমপুর, বাঘাডাঙ্গা ও পলিয়ানপুর বিওপির সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, ২১ মে সকালে কুসুমপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাগেরহাট ও পিরোজপুর জেলার ৫ বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে।
অন্যদিকে, গত ২০ মে বাঘাডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় যশোর ও খুলনা জেলার ২ শিশু ও নারীসহ ৭ জনকে আটক করা হয়। এদিকে একই রাতে পলিয়ানপুর সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের সময় ২ নারীকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি যশোর জেলায়। বিজিবির বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত মঙ্গলবার রাতে রাজাপুর ও জীবননগর বিওপির পৃথক অভিযানে মালিকবিহীন ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার হয়েছে। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।