দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে মেহেরপুরে উপজেলা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে পিকেএসএফএর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচি আওতায় উপজেলা দিবস উপলক্ষে মিনি ম্যারাথন, সাইকেল রেস, ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। সকালে মেহেরপুর সদর উপজেলার হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এসব অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মেহেরপুর দারিদ্র্য বিমোচন সংস্থার উপপরিচালক জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে বক্তব্য দেন সহকারী পরিচালক জুবায়ের আলম।