সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ওপেন হাউজ ডে, সেবাপ্রার্থীদের অভিযোগ শুনলেন পুলিশ সুপার

জনগণ-পুলিশ যৌথ উদ্যোগে অপরাধ প্রতিরোধে অঙ্গীকার
  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২৫ ইং
জীবননগরে ওপেন হাউজ ডে, সেবাপ্রার্থীদের অভিযোগ শুনলেন পুলিশ সুপার

সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং জনগণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে চুয়াডাঙ্গার জীবননগরে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালনগরে জীবননগর থানা এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।


এসময় স্থানীয় সেবাপ্রার্থীরা সরাসরি পুলিশ সুপারের কাছে তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। বক্তারা বলেন, পুলিশ এখন জনগণের সেবক হিসেবে কাজ করছে। তবে মাদক, মানবপাচার, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও আত্মহত্যা প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। বক্তারা সমাজবিরোধী যেকোনো কর্মকাণ্ডের তথ্য পুলিশকে দিতে সবার প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস, পরিদর্শক (অপারেশন) আতিকুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সাধারণ মানুষ।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু