জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাট পরিদর্শন করে হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার তিনি হাটে উপস্থিত হয়ে ইজারাদার ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
ওসি মামুন হোসেন বলেন, অজ্ঞান পার্টি ও মলম পার্টি বিভিন্ন ছদ্মবেশে হাটের মধ্যে প্রবেশ করে। তারা কৌশলে ব্যাপারীদের অজ্ঞান করে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এতে করে অনেকেই নিঃস্ব হয়ে যায়। এসব দুষ্টু চক্র থেকে নিরাপদে থাকতে আপনাদের সাবধান ও সতর্ক হতে হবে। বাইরের খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। অপরিচিত ব্যক্তিদের দেওয়া কোনো কিছু গ্রহণ করবেন না। খাবার হোটেলে খাবার খাওয়ার সময় সতর্ক থাকবেন।
তিনি আরও বলেন, আমাদের পুলিশ সদস্য হাটের মধ্যে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। কোথাও এ ধরনের চক্রকে দেখতে পেলে আমাদের পুলিশ সদস্যদের হাতে তুলে দেবেন। এছাড়াও তিনি এই চক্রকে ধরতে হাট মালিক কর্তৃপক্ষকে নানা নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন শিয়ালমারি পশুহাটের ইজারাদার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।