আন্তর্জাতিক বিশ্ব জীববৈচিত্র্য দিবস-২০২৫ উপলক্ষে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা ও চুয়াডাঙ্গা পানকৌড়ি কনজারভেশন ক্লাবের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির শুরুতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশগ্রহণকারীরা বন্যপ্রাণীর চিত্র ধারণ করে প্ল্যাকার্ড ও ব্যানারে জীববৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরেন। পরিবেশবান্ধব চিন্তা থেকে এই শোভাযাত্রায় পাটের তৈরি ব্যানার ব্যবহার করা হয়, যা নজর কাড়ে সবার।
শোভাযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়, যা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরাফাত। সভাপতিত্ব করেন সভাপতি সাঈদ এম হিরন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। মুখ্য আলোচক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হক। তিনি জীববৈচিত্র্যের গুরুত্ব ও তা সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বন কর্মকর্তার প্রতিনিধি মোশাররফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী, আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম জয় ও পানকৌড়ি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হামিদ। সংগঠনের সভাপতি সাঈদ এম হিরন তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করা জরুরি। এর পরিবর্তে পাট, বাঁশ, কাঠ, ও মাটির তৈরি সামগ্রী ব্যবহার করতে হবে।
দিনের শেষে সংগঠনের সদস্যরা আলমডাঙ্গা রেলস্টেশনের শতবর্ষী কাঠগোলাপ ও পাম গাছে নামফলক স্থাপন করেন এবং আলমডাঙ্গা মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা প্রচারণা চালান।
এদিকে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে ‘মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের’ উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক আলোচন সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ও মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু।
বিশেষ অতিথি ছিলেন মানবতার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাহিদ পারভেজ, মানবতার জন্য সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আ. মান্নান, অর্থবিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সদস্য সতেজ। অনুষ্ঠান পরিচালনা করেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক নজরুল ইসলাম।