আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন যুব জামায়াতের আয়োজনে শহিদ আবু সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমারী ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২ নম্বর ওয়ার্ড ৭৬ রানে ব্যবধানে ৯ নম্বর ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন যুব জামায়াতের জেলা সভাপতি শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু, জামায়াত নেতা দারুস সালাম, শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, যুব জামায়াতের উপজেলা সভাপতি তরিকুল ইসলাম, পৌর যুব জামায়াতের সহসভাপতি ও শ্রমিক কল্যাণ সভাপতি সাহিন শাহিদ, ইউনিয়ন আমির আবু বকর সিদ্দিক, সেক্রেটারি আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক সাইদুর রহমান, যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি সেলিম রেজা, সেক্রেটারি রাশেদ মামুন প্রমুখ। খেলায় ধারা বিবরণী দেন পৌর যুব জামায়াতের সহসভাপতি ও শ্রমিক কল্যাণ সভাপতি সাহিন শাহিদ।