দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য ও সাবেক শিক্ষক প্রভাষক মশিউর রহমান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক ফুলেল শুভেচ্ছা ও বোর্ডের চিঠি দিয়ে তাঁকে বরণ করে নেন।
এসময় নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদেরও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শনা পৌর বিএনপির সদস্য লুৎফর রহমান এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন আবুল কাশেম মিল্টন। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্রীড়া শিক্ষক আব্দুল খালেক ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম খোকন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহান আলী, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদুর রহমান লিংকন, পৌর বিএনপির সদস্য রেজাউল ইসলাম এবং ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মশিউর রহমান বলেন, ‘আমি একজন শিক্ষক হিসেবে অতীতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এবার সভাপতির দায়িত্ব পেয়ে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে কাজ করব। বিশেষ করে শিক্ষার পরিবেশ ও ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য সচেষ্ট থাকব।’
উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর পর বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন হলো। এর আগে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সাবেক উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর ছয় মাসের জন্য কমিটির দায়িত্ব পালন করেন। নতুন কমিটি গঠনের ফলে বিদ্যালয়ের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ২০ জন শিক্ষক কর্মরত এবং শিক্ষার্থীর সংখ্যা ৮৫৩ জন। শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে সংখ্যাটি যথোপযুক্ত বলেও জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকরামুল হক।