বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি

তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভা
  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২৫ ইং
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি


চুয়াডাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহর নেতৃত্বে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার একেএম আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা তাসলিমা নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল আহমেদ, সদর থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) হোসেন আলী, আনসার ব্যাটালিয়নের উপজেলা প্রশিক্ষক আরিফুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ আলম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ এবং শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল আলম সুজন। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়।


র‌্যালি শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি নিয়ে কথা বলেন। তারা জানান, তামাকের ব্যবহার কেবল ব্যবহারকারীকেই নয়, তার আশপাশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে তামাক সেবনের ফলে গর্ভবতী নারী ও নবজাতক শিশুর শারীরিকভাবে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। এছাড়া শিশুর পাশে কেউ তামাক সেবন করলে সেই শিশুও স্বাস্থ্যঝুঁকিতে পড়ে।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত