চুয়াডাঙ্গা সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। সাম্প্রতিক সময়ে চুরি, বাল্যবিয়ে, অনলাইন জুয়া, আত্মহত্যা ও ডিভোর্সের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এসব সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ।
তিনি বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গা শহরে চুরির ঘটনা বেড়েছে। এ জন্য পুলিশের রাত্রিকালীন টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তিনি বাল্যবিয়ের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাল্যবিয়ে রোধে ইউনিয়ন পর্যায়ে সেমিনারের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। সভায় অনলাইনভিত্তিক জুয়া ও তরুণদের মধ্যে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়টিও গুরুত্ব পায়। এসব রোধে সামাজিক প্রচারণা চালানো এবং স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়।
গ্রাম আদালতের বিষয়ে ইউএনও বলেন, অনেক মানুষ এখনো গ্রাম আদালত সম্পর্কে জানেন না। অথচ এটি কম খরচে ও দ্রুত বিচার পাওয়ার একটি সহজ মাধ্যম। এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। আত্মহত্যা ও ডিভোর্সের হার বৃদ্ধি নিয়েও সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে এনজিও ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার একেএম আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা তাসলিমা নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল আহমেদ, সদর থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) হোসেন আলী, আনসার ব্যাটালিয়নের উপজেলা প্রশিক্ষক আরিফুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ আলম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিবুল আলম সুজন, তিতুদহ ইউপি প্রশাসক আব্দুল আওয়াল এবং কুতুবপুর ইউপি প্রশাসক নাজমুল হোসেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সভা ও কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।