সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের শ‍্যামপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

সভাপতি তোফাজ্জেল ও সম্পাদক সাহিদুল
  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২৫ ইং
মেহেরপুরের শ‍্যামপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

   

মেহেরপুর সদর উপজেলার শ‍্যামপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে মেহেরপুর জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, আব্দুল্লাহ, এম এ খায়রুল বাশার, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন ও মকবুল হোসেন মেঘলা।



মেহেরপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাসাসের সদস্যসচিব এ বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহসভাপতি মোশারফ হোসেন তপু, এস এ খান শিল্টু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন প্রমুখ।



শ্যামপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী বাছাই করেন কর্মীরা। জেলা নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল ইসলাম বিএনপির কর্মী সম্মেলন ভোটের ফলাফল ঘোষণা করেন। ভোটে সভাপতি হিসেবে তোফাজ্জেল হোসেন ছাতা প্রতীক ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু হাসেম ১৫৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ফুটবল প্রতীক ৩০৯ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিদুল ইসলাম মাছ প্রতীক ১১৪ ভোট পেয়েছেন



কমেন্ট বক্স