চুয়াডাঙ্গায় মাদক প্রতিরোধ ও যুব সম্পৃক্ততা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এডাব চুয়াডাঙ্গা জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে মাদকের বিস্তার একটি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। পরিসংখ্যান অনুযায়ী দেশে মাদকসেবীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় মাদকের প্রবেশ এবং বিস্তার তুলনামূলকভাবে বেশি। সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও চোলাই মদের প্রবণতা চোখে পড়ার মতো। মাদকের কবলে পড়ে সমাজের সবচেয়ে প্রাণবন্ত শক্তি-আমাদের যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
জেলা প্রশাসক আরও বলেন, একটি পাড়া বা মহল্লায় যদি একজন মাদকাসক্ত ব্যক্তি থাকে, তবে সে একাই পুরো পরিবেশকে বিশৃঙ্খল করে তুলতে পারে। আপনি যদি মনে করেন, আপনার সন্তান মাদকের সঙ্গে সম্পৃক্ত নয়, এই ভেবে আপনি নিশ্চিন্তায় থাকেন, সন্তানের খোঁজ না রাখেন, তাহলেও ভুল হয়ে যেতে পারে। চেষ্টা করতে হবে নিজ পরিবারের পাশাপাশি প্রতিবেশীদেরও এ বিষয়ে সতর্ক করা। যা ধীরে ধীরে পুরো এলাকাকে মাদকের সম্পৃক্ততা থেকে দূরে সরাতে পারে।’
তিনি বলেন, ‘বিভিন্ন সময় আমরা দেখি সমাজে চুরি, ছিনতাই, পারিবারিক অশান্তি, এমনকি হত্যাকাণ্ডের মতো ভয়ংকর অপরাধের পেছনে মাদকের সংশ্লিষ্টতা থাকে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন নাগরিক, অভিভাবক, শিক্ষক এবং ধর্মীয় নেতাদেরও ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক বিরোধী কার্যক্রম জোরদার করতে হবে। আমরা চুয়াডাঙ্গা সরকারি কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক নির্মূলের জন্য ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করবো। প্রশাসনের একার পক্ষে সবকিছু করতে পারা সম্ভব না, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। যুবসমাজকে সাথে নিয়েই মাদকের বিরুদ্ধের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
সেমিনারে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চুয়াডাঙ্গা থানা মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইয়াকুব আলী। স্বাগত বক্তব্য দেন এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য ইলিয়াস হোসেন। সেমিনারে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদ, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাকসুরা জান্নাত, এডাব শিক্ষক প্রতিনিধি ও চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ-জালাল খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি ও বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি জুনাইদ আল হাবিবী। এছাড়াও বক্তব্য দেন এডাব বিভাগীয় সহ-সমন্বয়ক রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখ্য সংগঠক সজিবুল ইসলাম এবং সদস্যসচিব সাফ্ফাতুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত সবাইকে মাদক থেকে দূরে থাকতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী শপথ পাঠ করান।