দর্শনা দোয়েল চত্বরে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় দর্শনা পৌর জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা আমির অ্যাড. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জামায়াত মানবতার সেবায় ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনকে সামনে রেখে সোনার বাংলা গড়তে চায়। দুর্নীতি আর উন্নয়ন একসঙ্গে চলতে পারে না। জামায়াত কখনও রাষ্ট্রক্ষমতায় ছিল না, তবে আমাদের দুইজন মন্ত্রী ও ১৮ জন এমপি ছিলেন। তৎকালীন সামরিক সরকার তদন্ত করেও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পায়নি-এটাই জামায়াতে ইসলামীর স্বচ্ছতা।’
তিনি বলেন, ‘আপনারা মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা আজিজুর রহমানকে দেখেছেন, তারা দুর্নীতিমুক্ত জীবনযাপন করে গেছেন। আগামীতে সুযোগ এলে ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।’
ছানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, দর্শনা থানা সাংগঠনিক আমির রেজাউল করিম, দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপু, শ্রমিকল্যাণ ফেডারেশনের থানা সেক্রেটারি আজিজুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আবু জার গিফারী প্রমুখ।
এছাড়া বাদ মাগরিব জেলা আমির রুহুল আমিন দর্শনার বাশফোঁড় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি তাদের সমস্যাসমূহ শুনে তার পক্ষ থেকে যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় বাশফোঁড় সম্প্রদায়ের সভাপতি রংলাল বাশফোঁড়ের নেতৃত্বে বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম ও দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপু।