শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সুধীজনদের সঙ্গে নতুন ইউএনও’র মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২৫ ইং
গাংনীতে সুধীজনদের সঙ্গে নতুন ইউএনও’র মতবিনিময়

মেহেরপুরের গাংনী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ‘সবার সহযোগিতা পেলে মানুষের জন্য কাজ করা সহজ হয়।’ গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, জেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আউয়াল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কলেজ-মাদরাসা অধ্যক্ষ, শিক্ষক সমিতির প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সুধীজনেরাইউএনও’র প্রতি সহযোগিতার আশ্বাস দেন এবং তার কাছে স্বচ্ছ, মানবিক ও আইনানুগ প্রশাসনিক ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।




কমেন্ট বক্স