সরকারি বই বিক্রি ও শিক্ষা প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্রছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আমঝুপি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মউক-এর অধীনে পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র ও তৃণমূল মডেল একাডেমিতে সরকার প্রদত্ত নতুন বই নিয়মবহির্ভূতভাবে বিক্রি করা হয়েছে। যা চরম অনিয়ম ও দুর্নীতির শামিল।
বক্তারা আরও অভিযোগ করেন, মউক নিজেদের মতো করে বিচার-সালিশ করে অর্থ আদায় করছে, যার কোনো আইনি বৈধতা নেই। এভাবে একটি এনজিও কীভাবে বিচারকার্য চালায়, সেটাও প্রশ্নবিদ্ধ।
বক্তারা আরও বলেন, শিক্ষা নিয়ে এমন অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। অবিলম্বে মউক-এর নির্বাহী প্রধানসহ দায়ীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তারা বৃহৎ আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার শিক্ষক কমিটির সভাপতি ফয়জুল কবির, আমঝুপি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মারুফ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সুশীল সমাজের প্রতিনিধি আব্দুর রাজ্জাক, ছাত্র সমাজের প্রতিনিধি ফজলে রাব্বী, অভিভাবক পক্ষ থেকে তারিখ, আশিক, নাহিদ, নাছিমসহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে কেউ এমন দুর্নীতির সাহস না পায়।