সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপ-কমিটির সভা

কবিতা আবৃত্তি, নজরুল সংগীত ও র‌্যালিসহ ৩ দিনের কর্মসূচি চূড়ান্ত
  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপ-কমিটির সভা

 

চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।


সভায় জানানো হয়, আগের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ মে জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর ২৫ মে প্রতিটি প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নেবেন। ওই দিন সকালেই পুষ্পস্তবক অর্পণ শেষে কার্পাসডাঙ্গা বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি স্কুল পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৫ মে অনুষ্ঠিত হবে ওপেন প্রতিযোগিতা, তিনটি ক্যাটাগরিতে। আর ২৬ মে বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।


সভায় আরও জানানো হয়, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজন বাস্তবায়নে অংশ নেবে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন। সভায় বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নে উপ-কমিটিও গঠন করা হয়।


সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, জেলা জাসাসের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। সভায় বক্তারা নজরুলের বিদ্রোহী চেতনা ও সাম্যের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এসব কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু