মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মহিলা সমাবেশে জামায়াত নেতা রুহুল আমিন

আমরা মানবতার কল্যাণে রাজনীতি করি
  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২৫ ইং
দর্শনায় মহিলা সমাবেশে জামায়াত নেতা রুহুল আমিন

  

চুয়াডাঙ্গার দর্শনায় মহিলা সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।’ গতকাল সোমবার বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দর্শনা সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার জুলুম-নির‌্যাতনের মাধ্যমে দেশ পরিচালনা করেছে। তাদের নেতা-কর্মীদের অত্যাচারে বহু মা হারিয়েছেন সন্তান, বোন হারিয়েছেন ভাই, স্ত্রী হারিয়েছেন স্বামী। আল্লাহর দয়ায় এই জুলুমবাজ সরকারের পতন ঘটেছে।’


রুহুল আমিন আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জামায়াতের প্রার্থী যেন বিপুল ভোটে জয়ী হতে পারে, সে জন্য মা-বোনদের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা মানবতার কল্যাণে রাজনীতি করি, যারা আল্লাহর ভয়ে দুর্নীতি থেকে বিরত থাকবে। আমাদের দুইজন মন্ত্রী ছিলেন, যারা কোনো দুর্নীতি করেননি-এটাই আমাদের ন্যায়ভিত্তিক রাজনীতির প্রমাণ। আমরা রাজনীতি করি না পকেট ভারি করার জন্য, বরং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।’


দর্শনা সাংগঠনিক থানা শাখার আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা পৌর শাখার আমির শাহিকুল আলম অপু, জাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি শাহারিয়া হোসেন দবির, আব্দুর রহমান, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সেক্রেটারি প্রমুখ।


মহিলা সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টায় দর্শনা পরিবহন শ্রমিক অফিসের সামনে মোটর শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন রুহুল আমিন। সেখানে তিনি বলেন, ‘আমাদের পরিচয়-কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান-কিন্তু আমরা সবাই মানুষ। তকদির থাকলে যে কোনো পেশা থেকে বড় হওয়া সম্ভব। যেমন, রিগান হকার থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী ছিলেন চা বিক্রেতা। আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই। আগুন আর পানি যেমন একসাথে থাকতে পারে না, তেমনি দুর্নীতি ও ন্যায়ভিত্তিক সমাজ একসাথে চলতে পারে না। এর অবসান ঘটানো জরুরি।’ তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের পক্ষে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।’ 



কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়