মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে বিষক্রিয়ায় পাঁচটি গরুর মত্যু হয়েছে। শসার জমির ঘাস খাওয়ার পর এসব গরুর মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকটি গরু গুরুতর অসুস্থ এবং চিকিৎসা চলছে। এদিকে, একসঙ্গে একাধিক গরুর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারি আব্দুল লতিফ জানান, তার খামারে ছোট-বড় মিলিয়ে ৩০টি গরু রয়েছে। কয়েকদিন আগে তিনি নিজ খামারের পাশের একটি শসার জমি থেকে ঘাস কেটে এনে গরুগুলোকে খেতে দেন। ঘাস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গরুগুলোর শরীরে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। শুরু হয় বমি, ঝিমুনি ও পেট ফাঁপার মতো সমস্যা। একে একে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকটি গরু।
তিনি আরও জানান, দ্রুত বিষয়টি স্থানীয় প্রাণিসম্পদ অফিসে জানানো হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে এসে চিকিৎসা শুরু করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পাঁচটি গরু মারা যায়। অসুস্থ বাকি গরুগুলোর চিকিৎসা চলছে।
এ বিষয়ে মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারিসুল আবিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, শসার জমিতে কীটনাশক ছিটানো হয়েছিল। সেই জমির ঘাস খাওয়ার কারণেই গরুগুলোর শরীরে বিষক্রিয়া হয়।’ তিনি জানান, বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে একাধিক গরুর এমন করুণ মত্যুতে গ্রামজুড়ে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা কৃষিজমিতে বিষ প্রয়োগে সতর্কতা এবং সুনির্দিষ্ট নির্দেশনার দাবি জানিয়েছেন।