বাংলাদেশে আর ভারতীয় আধিপত্য চলতে দেওয়া হবে না। দিল্লির দাসত্ব যারা করতে চায়, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে-এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমজনতা দলের নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এ মন্তব্য করেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন আমজনতা দলের ঝিনাইদহ জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান। পরামর্শমূলক বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দার বাবলু, মাহমুদ হাসান টিপু, দলের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মো. সায়েদুর রহমান, জেলা সদস্য সচিব সাইদুর রহমান সৈকত ও মুসকার রুবাইয়া মীরা।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ভারতীয় আগ্রাসনবিরোধী যেকোনো আন্দোলনে আমজনতা দল সক্রিয়ভাবে অংশ নেবে। ভারতীয় পণ্য বর্জনেও তাদের অবস্থান পূর্বের মতোই কঠোর রয়েছে।’ তিনি জানান, সার্বভৌমত্ব রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও বেকারত্ব নিরসনের লক্ষ্যে এই দল গঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক সংগঠন ও জনগণের সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে চায় দলটি। সভায় ১১৯ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি দেওয়া হয় এবং দলটির পক্ষ থেকে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।