শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্ত এলাকায় ৫৮ বিজিবির পৃথক অভিযানে মাদক ও যৌন উত্তোজক ট্যাবলেট উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২৫ ইং
জীবননগর সীমান্ত এলাকায় ৫৮ বিজিবির পৃথক অভিযানে মাদক ও যৌন উত্তোজক ট্যাবলেট উদ্ধার

 

জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন, মদ, যৌন উত্তোজক ট্যাবলেট ও ভারতীয় আম উদ্ধার করেছে বিজিবি। গত রোববার ও গতকাল সোমবার পৃথক অভিযান চালিয়ে এসব উদ্ধার করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল রাতে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 


সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সন্তোষপুর গ্রামের কবরস্থানের পাশে একটি মেহগনী বাগানের মধ্যে হাবিলদার মো. শহর আলীরর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করেত পারেনি বিজিবি।


এদিকে, নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নতুনপাড়া গ্রামের মাইনুল হোসনের আম বাগানে মধ্যে নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৯৫০ কেজি ভারতীয় আম, ৪৩টি প্লাস্টিক ক্যারেট এবং একটি ট্রলি গাড়ি উদ্ধার করা হয়।


এছাড়া গত রোরবার বিকেল ৫টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মানিকপুর গ্রামের মাঠের নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আরোও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১১টার দিকে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সিংনগর গ্রামের মাঠের মধ্যে হাবিলদার মো. শহর আলীরর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৩ বোতল মদ এবং ৪০০ পিচ যৌন উত্তোজক ট্যাবলেট উদ্ধার করা হয়। এসকল ঘটনার কোনো আসামি পাওয়া যায়নি।



কমেন্ট বক্স