চুয়াডাঙ্গার শিক্ষাঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন কৃতী ছাত্রী আমিনা ইসলাম। এক সাথে ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের মেধা ও মননের স্বাক্ষর রেখেছেন এই শিক্ষার্থী। শেষ পর্যন্ত তিনি ভর্তি হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। এখন তার চোখে একটি স্বপ্ন- একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। আমিনা ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার এস এম নাজমুল ইসলাম মানিক ও সাবিনা ইয়াসমিন দম্পতির একমাত্র সন্তান। প্রাক্তন উপজেলা সমবায় অফিসার প্রয়াত এস এম নজরুল ইসলাম ও জেবুন নাহারের নাতনিও তিনি।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে এবছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন আমিনা। প্রতিটি পরীক্ষাতেই তিনি রেখেছেন নিজস্ব ছাপ। যেসব বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন আমিনা ইসলাম: খুলনা বিশ্ববিদ্যালয় (সি ইউনিট) ৫৯তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সি ইউনিট) মেধাতালিকায় ১২১তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বি ইউনিট) ৭৫৯তম, (ডি ইউনিট) ৮০৫তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (এ ইউনিট) ৯৭৭তম ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় (বি ইউনিট) ৪৩৯তম।
ভর্তি পরীক্ষা শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমিনা। তার ভাষায়, ‘আমি শিক্ষক হতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে জ্ঞানের আলো ছড়াতে চাই। দেশের জন্য কিছু করতে চাই।’
এ প্রসঙ্গে তার পিতা এস এম নাজমুল ইসলাম মানিক বলেন, ‘আমিনার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবে। সে প্রচণ্ড মনযোগ দিয়ে পড়াশোনা করেছে। লেখাপড়া শেষে কোন সেক্টরে চাকরি করবে এটি তার সিদ্ধান্ত। আমার চাওয়া জেলার মেয়ে হিসেবে সে যেন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে জাতির ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে চাওয়া আমিনার পরিবার তার আগামীর জন্য চুয়াডাঙ্গাবাসীর কাছে দোয়া চেয়েছেন।