চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিপ্লব আহাম্মেদের বিরুদ্ধে এক বস্তা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চাঁদা না দেয়ায় ওই ব্যবসায়ীর দোকানেও চালানো হয় ভাঙচুর। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি আসামি। বিষয়টি ঘিরে ক্ষোভে ফুঁসছেন রেলবাজারের ব্যবসায়ীরা।
আসামি গ্রেপ্তার না হওয়ায় গতকাল সোমবার রাত ৯টায় রেলবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক আহমেদ, সিনিয়র সভাপতি আবুল হোসেন ওরফে আবুল মেম্বার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক রাহেন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক মুকুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক টিপু সুলতান, ধর্মবিষয়ক সম্পাদক গোলাম মোস্তাফা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সোহেল। এছাড়াও সমাবেশে শতাধিক ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘মামলা হওয়ার পরও যদি চাঁদাবাজ গ্রেপ্তার না হয়, তাহলে ব্যবসায়ীরা ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।’