শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে তামাক চাষিদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২৫ ইং
মেহেরপুরে তামাক চাষিদের মানববন্ধন

 

আবুল খায়ের কোম্পানির অনিয়ম, তামাক চাষিদের সঙ্গে প্রতারণা এবং বাইন (চুক্তি) বন্ধের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তামাক চাষিরা। গতকাল সোমবার সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার ফতেপুর, কাথুলি, মনোহরপুর ও তেরোঘরিয়া গ্রামের শতাধিক তামাক চাষি এতে অংশগ্রহণ করেন।


চাষিরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আবুল খায়ের কোম্পানির সঙ্গে বাইন করে তামাক চাষ করে আসলেও হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল সন্ধ্যায় কোম্পানিটি বাইন বাতিল করেছে। এতে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা আরও জানান, এরিয়া ম্যানেজার ইকবাল ও বায়ার রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম, হয়রানি এবং চাষিদের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ রয়েছে।


চাষিরা বলেন, আমরা আবুল খায়ের কোম্পানির আশ্বাসে ভরসা করে তামাক চাষ করেছি। এখন তারা কোনো কারণ না দেখিয়ে বাইন বাতিল করে আমাদের সর্বনাশ করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। চাষিরা দ্রুত সমস্যার সমাধান, প্রাপ্য অর্থ পরিশোধ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী চাষি রবিউল ইসলাম, সেলিম রেজা, আলাউদ্দিন, কামরুজ্জামান, সাইফুল ইসলাম বকুল, জামাল হোসেন, আকাশসহ অনেকে। 



কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা