বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় দপ্তরগুলোর প্রতি ডিসির কড়া নির্দেশনা

ঈদের আগেই শহরের রাস্তাঘাট ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় দপ্তরগুলোর প্রতি ডিসির কড়া নির্দেশনা ছবির ক্যাপশন: জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা


চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান এবং সহকারী কমিশনার আশফাকুর রহমান বিগত মাসের বিভিন্ন দপ্তরের অগ্রগতিমূলক সিদ্ধান্তসমূহ পাঠ করেন।


সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন দপ্তরের নানা ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়েছে এবং আন্তঃদপ্তর সমন্বয়ের চেষ্টা করা হয়েছে। সামনে ঈদুল আযহার দীর্ঘ ছুটি রয়েছে, সে সময় দপ্তরের নিরাপত্তা নিশ্চিতে প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’ তিনি আরও বলেন, সরকার মানুষের সেবা ঘরে পৌঁছে দিতে ‘সুমাড়ি প্ল্যাটফর্ম’ চালু করেছে, যেখানে একটি ক্লিকেই চাকরি সংক্রান্ত নানা আবেদনসহ গুরুত্বপূর্ণ সেবা পাওয়া যাবে।


ফ্লাইওভার নির্মাণ নিয়ে উদ্বেগ:


জেলা প্রশাসক রেলবাজার ফ্লাইওভার প্রকল্প নিয়ে বলেন, ঈদে গরুবাহী ট্রাকসহ জনচাপ বাড়বে। রেলগেট এলাকায় রাস্তা সরু হওয়ায় যানজট আরও তীব্র হতে পারে। তাই ফ্লাইওভার সংলগ্ন রাস্তা দ্রুত মেরামত করে যানচলাচলের উপযোগী করতে হবে। ডিপিপি সংশোধন না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়তে পারে।


নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা:


পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ঈদে দীর্ঘ ছুটির সময় ব্যাংক ও দোকানপাট বন্ধ থাকবে। পুলিশ তৎপর থাকবে, তবে নিজেদের নিরাপত্তায় সংশ্লিষ্টদেরও সচেতন থাকতে হবে। সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন জানান, সারাদেশের মতো চুয়াডাঙ্গাতেও চিকিৎসক সংকট তীব্র। বর্তমানে ৭০-৭৫ শতাংশ পদ শূন্য। সেপ্টেম্বরে নিয়োগ প্রক্রিয়া শুরুর আশ্বাস দেওয়া হয়েছে। হাসপাতালে আনসার নিয়োগসহ ঔষধ সরবরাহ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।


কোরবানির পশু, ভোটার তালিকা ও নাগরিক সেবা:


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহাবুদ্দিন জানান, জেলায় ৫১ হাজার গরু, ১ লাখ ৪৪ হাজার ছাগল এবং প্রায় ৪ হাজার ভেড়া রয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও সরবরাহ করা যাবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, নতুন ভোটার তালিকায় ৪.৯২% নাগরিক যুক্ত হয়েছেন। বছরের অন্যান্য সময়েও ভোটার নিবন্ধন কার্যক্রম চালু থাকবে।


দপ্তর প্রতিবেদন ও নাগরিক অভিযোগ:


বৈবষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সজিবুল ইসলাম বলেন, অনেক সরকারি দপ্তর মাসিক প্রতিবেদন জমা দেয় না। এতে তাদের কার্যক্রম মূল্যায়ন করা যায় না। জনগণের স্বার্থে বিআরটিএ, পাসপোর্ট, রেজিস্ট্রি অফিসে পরিষেবা খরচ দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার দাবি জানান তিনি। সভায় আরও জানানো হয়, হাসপাতালের ফ্যান, লাইট, কমোড ইত্যাদি সংস্কার ও অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখতে কাজ চলছে। শহরের বড়বাজার সংলগ্ন থানা মসজিদের পাশে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইওভার নির্মাণাধীন এলাকায় জমি অধিগ্রহণের বিষয়টি এখনও সম্পন্ন না হওয়ায় প্রকল্পে ধীরগতি রয়েছে। সংশোধিত ডিপিপি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অনুমোদনের পর জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে।


সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, কৃষি, মৎস্য, এলজিইডি, পরিবার পরিকল্পনা, তথ্য অফিস, প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ