এক ঘণ্টার কালবৈশাখী তাণ্ডবে তছনছ হয়েছে মেহেরপুরের আম-লিচু-কাঁঠালসহ উঠতি ফসলি জমি ও গাছপালা। মাটির সাথে নুয়ে পড়েছে কলা ও ধানখেত। উড়ে গেছে আধা পাকা বাড়ির টিনের চাল। গত শনিবার দিবাগত রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো জেলায়। গত শনিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় ঝড়ের তাণ্ডব। আধাঘণ্টা পর ঝড়ের গতি কিছুটা কমলেও এর প্রভাব ছিল রাত ৯টা পর্যন্ত। গতকালের ঝড়ে ৪০ থেকে ৫০ ভাগ আম-লিচু ঝরে পড়েছে বলে কৃষক ও মৌসুমি ব্যবসায়ীদের দাবি। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে বলে জানান তারা।
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের এক কৃষক জানান, তার দুই বিঘার কলাখেত ঝড়ে মাটির সাথে নুয়ে পড়েছে। আর কয়েকদিন পরই কৃষক তার ফসল ঘরে তুলতেন। দুই বিঘা জমিতে তার খরচ হয়েছে দেড় লাখ টাকা। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ক্ষতিগ্রস্ত এলাকার মাঠপর্যায়ে জরিপ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঝড়ে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। আজ বিকেল অথবা কালকের মধ্যে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।