মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদ, এস এম রফিকুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যু বিহারী নাথ প্রমুখ।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে এদিন জেলা ইনোভেশন কমিটির সভা, জেলা আইসিটি কমিটির সভা, জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা, জেলা কর্নধার কমিটির সভা ও জেলা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।