চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে দর্শনা পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ইসরাইল হোসেন হাবলু। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, সড়ক সম্পাদক ফরহাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য সোহাগ, সোহেল ও আকরাম।
দর্শনা শাখার সাধারণ সম্পাদক মজিবুল আলম বকুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোতালেব হোসেন, সাইফুল ইসলাম, হাজি লিটন, আবু সাঈদ, সাজাহান আলী, টিটোন, শিপন, হুমায়ুন প্রমুখ। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন সভাপতি ইসরাইল হোসেন হাবলু। আলোচনা শেষে মামুনুর রশিদ সর্বসম্মতিক্রমে আগামী ১১ জুন দর্শনা শাখার নির্বাচনের দিন ঘোষণা করা হয়।