দর্শনা পৌরসভার কালিদাসপুর গ্রামের স্যানিটেশন কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি দিনব্যাপী পরিদর্শন করেছেন অতিরিক্ত সাবেক সচিব সাজেদুল ইসলাম। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং বাংলাদেশ এনজিও ফোরামের আর্থিক সহযোগিতায় স্যানিটেশন কর্মসূচি বাস্তবে ঘুরে দেখেন। এসময় উপকারভোগীদের খোঁজখবর নেন তিনি। অতিরিক্ত সাবেক সচিবকে বাস্তবায়িত কর্মসূচি ঘুরে দেখান মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মান্নান, ম্যানেজার মকবুল হোসেন ও সহকারী কর্মকর্তা জিল্লুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন।