জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে পাখিভ্যানের ধাক্কায় ছোঁয়া খাতুন (৫) নামের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত ছোঁয়া ধোপাখালী নুরানী মাদ্রাসার ছাত্রী এবং ধোপাখালী গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, ছোঁয়া খাতুন গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগতিতে আসা একটি পাখিভ্যান তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছোঁয়া রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু সন্ধ্যার দিকে শিশুটির শরীরের অবস্থার অবনতি হয় এবং বমি করতে শুরু করে।
পরিস্থিতি বেগতিক দেখে ওই দিন রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোঁয়া। গত শনিবার সকাল ১০টায় ধোপাখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
স্থানীয়দের দাবি, গ্রামীণ সড়কে নিয়ন্ত্রণহীন পাখিভ্যান চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের নজরদারি ও কঠোর ব্যবস্থা না থাকায় এসব যানবাহন আঞ্চলিক সড়কে বেপরোয়া ভাবে চলাচল করছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।