বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১

  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০২৫ ইং
জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১

জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার সীমান্তবর্তী বেনীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. রাফিউল ইসলাম। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মকরমপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৮-বিজিবির আওতাভুক্ত জীবননগরে বেনীপুর বিওপিতে কর্মরত নায়েক মো.জালাল উদ্দিনের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ৬১/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেণীপুর গ্রাম থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন। তাকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ