শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের নির্বাচনী কর্মশালা

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় জামায়াতের নির্বাচনী কর্মশালা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আলমডাঙ্গা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় পান্না কমিউনিটি সেন্টারে ‘প্রার্থী সমর্থনে জনমত গঠন ও অপপ্রচার মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালায় মিডিয়ার গুরুত্ব তুলে ধরেন দলীয় নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে কর্শশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমীন। তিনি বলেন, ‘মিডিয়া যা প্রচার করে, জনগণ সেটাই গ্রহণ করে। তাই মিডিয়ার প্রতি গুরুত্ব দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে হেরে আমরা ১৫ বছর পিছিয়েছি, আবার হারলে পিছিয়ে যাব ৩০ বছর।’

বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, অর্থ সম্পাদক কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইন আদালত সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম বকুল, উপজেলা নির্বাচন পরিচালক ও সেক্রেটারি মামুন রেজা, জিএ থানা আমীর আব্বাস উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমির, সেক্রেটারি ও দায়িত্বশীলরা। 




কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা