আলমডাঙ্গা সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগ রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর মুন্সী আবু সাইফ। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি মকবুল হোসেন, ওসি (তদন্ত) আলী আজগর, বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন।
এমএস জোহা কলেজের সহকারে অধ্যাপক একেএম ফারুকের সার্বিক উপস্থাপনায় বক্তব্য দেন সাহিত্য পরিষদের সভাপতি কবি ওমর আলী মাস্টার, সাহিত্যিক ও কবি সহকারী অধ্যাপক আসিব জাহান, কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, গাংচিল সাহিত্য পরিষদের সভাপতি কবি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, কবি গোলাম রহমান চৌধুরী, কবি সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, পলাশ আহমেদ, খাইরুল ইসলাম, সরকারি মাধ্যমিক পাইলট বিদ্যালয় সহকারী শিক্ষক আনারুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান ও কবিতা পরিবেশিত হয় এবং রবীন্দ্র ও নজরুলের ওপর বিষদ আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা।