ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় লিটন মন্ডল (৪৫) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি মাগুরা সদর উপজেলার বাঁশতালি গ্রামের শফি মন্ডলের ছেলে। গতকাল শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার ধানহাড়িয়া এলাকায় ইজিবাইক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, লিটন মন্ডল ভোরে বাসতৈল থেকে ইজিবাইকে আম নিয়ে ঝিনাইদহ শহরের আড়তে যাচ্ছিলেন। পথে ধানহাড়িয়ায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি ইজিবাইকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লিটন মৌসুমি ফলের ব্যবসা করতেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মী শাহ আলম বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণকে মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।’
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঘাতক সিএনজিটি পালিয়ে গেছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।