শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার চিৎলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গার চিৎলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ সাইফুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত  মধ্যে উপজেলার চিৎলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবসার বিশ্বাসের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে, সম্প্রতি সাইফুল ইসলামের কাছে ইয়াবার একটি বড় চালান এসেছে। তথ্যের সত্যতা যাচাইয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে অভিনব কায়দায় লুকানো ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, মাটির নিচে পুঁতে রাখা ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ৫৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে গতকাল শনিবার আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



উল্লেখ্য, সাইফুল ইসলাম চলতি বছরের ফেব্রুয়ারিতেও ইয়াবা ব্যবসার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এ ধরনের অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 



কমেন্ট বক্স