চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে আন্তঃবিভাগীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন হয়েছে। গত ১৫ই মে শুরু হয়ে এই টুর্নামেন্টের শেষ হয় গতকাল শনিবার বেলা ৩টায়। টানা তিনদিন ধরে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের কৃষি, ব্যবসায় প্রশাসন, ইইই, ইংরেজি, সিএসই, সমাজবিজ্ঞান, পাবলিক হেলথ্ এবং আইনসহ মোট ৮টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গতকাল অনুষ্ঠিত জমজমাট ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কৃষি বিভাগ ও ইইই বিভাগ। দক্ষ খেলোয়াড়ি নৈপুণ্যের মাধ্যমে শিরোপা ছিনিয়ে নেয় ইইই বিভাগ।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. নাফিউল ইসলাম জোয়াদ্দার শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও পরিচালক (অর্থ) আব্দুল মজিদ বিশ্বাস, আট বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নাহিদ পারভেজ, মো. মোস্তাফিজুর রহমান, মো. আরিফুর রহমান, মোছা. উম্মে তোহ্ফা, নুরুন নাহার, মো. শরিফুল ইসলাম ও বিল্লাল হোসেন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও টুর্নামেন্ট উপভোগে উপস্থিত ছিলেন। অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তারা বলেন, আন্তঃবিভাগীয় এই টুর্নামেন্টে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছিলো। যা তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশেষ তাৎপর্য বহন করবে।