বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় কনস্টেবল পদে ‘স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত’ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন

টাকা নয়, মেধায় চাকরি পেল ১৬ জন তরুণ

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৫ ইং
টাকা নয়, মেধায় চাকরি পেল ১৬ জন তরুণ

চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ‘স্বচ্ছ, মেধাভিত্তিক ও নির্ভরযোগ্য’ প্রক্রিয়ার মাধ্যমে ১৬ জন তরুণ প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। নিয়োগের জন্য প্রার্থী প্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা (সরকারি ফি)। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জামিনুর রহমান খান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ১০ এপ্রিল সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে নিয়োগ কার্যক্রম শুরু হয়। প্রার্থীদের মধ্যে প্রথমে শারীরিক সক্ষমতা, উচ্চতা, কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ ও আনুষঙ্গিক পরীক্ষা নেওয়া হয়। এরপর লিখিত পরীক্ষায় অংশ নেয় মোট ২৩৪ জন (২২৩ জন পুরুষ, ১১ জন নারী)। এতে ৩২ জন পুরুষ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষার পর অনুষ্ঠিত হয় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। সবশেষে ১৬ জন প্রার্থী মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হন। পুলিশ জানায়, পুরো প্রক্রিয়াটি শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের তদবির, ঘুষ কিংবা দালালচক্রের আশ্রয়-প্রশ্রয় ছাড়াই এই নিয়োগ সম্পন্ন হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা বলেন, ‘এই নিয়োগের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা সমাজে দেওয়া সম্ভব হয়েছে, যোগ্যতাই আসল পরিচয়।’ পুলিশ সুপার বলেন, ‘চাকরিপ্রার্থীদের আমরা আগেই বারবার জানিয়েছি, এই নিয়োগে কোনো তদবির কিংবা অর্থ নয়, শুধুমাত্র মেধা ও যোগ্যতাই বিবেচ্য। আমাদের আহ্বান ছিল দালালদের কাছে যাবেন না, পুলিশের এই নিয়োগ স্বচ্ছ ও নির্ভরযোগ্য।’ তিনি আরও বলেন, ‘সারা দেশে স্বচ্ছ নিয়োগের এই উদ্যোগকে আমরা বাস্তবে রূপ দিতে চেয়েছি। চুয়াডাঙ্গায় আমরা সেটাই করে দেখালাম।’

এদিকে, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অনেকেই আনন্দ-উচ্ছ্বাসে আত্মহারা হয়ে পড়েন। তারা জানান, নিজেদের যোগ্যতার মাধ্যমে কোনো প্রকার ঘুষ ছাড়াই এমন গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি পেয়ে তারা গর্বিত।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত