বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় টানা দাবদাহে অতিষ্ঠ প্রাণিকূল, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

এক সপ্তাহে পাঁচ দিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় টানা দাবদাহে অতিষ্ঠ প্রাণিকূল, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

চুয়াডাঙ্গায় ভয়াবহ দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রকৃতির এমন রুদ্রমূর্তিতে কাবু হয়ে পড়েছে শিশু, বৃদ্ধ থেকে শুরু করে পশুপাখি পর্যন্ত। গত এক সপ্তাহে পাঁচ দিনই চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যেও সর্বোচ্চ। অসহনীয় গরমে হাসপাতালগুলোতে হিটস্ট্রোক ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে উদ্বেগজনক হারে।


শুধু মানুষ নয়, তীব্র তাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাণিকুল। মাঠে ঘাটে গবাদি পশুদের চলাফেরা কমে গেছে। গ্রামের পুকুর-ডোবাতেও পানি শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়ে। শহরের ব্যস্ততম বড় বাজার চৌরাস্তা, হাসপাতাল মোড়, কোর্ট মোড়, একাডেমি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে বেলা ১১টার পর থেতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ স্থলে তৃষ্ণার্তদের ভিড় দেখা যাচ্ছে। বিতরণ কার্যক্রমে অংশ নেয়া রাজনৈতিক নেতা ও স্বেচ্ছাসেবীরা পথচারীদের হাতে তুলে দিচ্ছে এক বোতল ঠাণ্ডা পানি আর একটি করে স্যালাইন।


চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, গত ৮ মে থেকে থেকে ১১ মে পর্যন্ত পরপর চার দিন সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলাতে। এরমধ্যে গত বৃহস্পতিবার (৮ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার (৯ মে) বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, গত শনিবার (১০ মে) বেলা তিনটায় জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল মাত্র ২৩ শতাংশ। এছাড়াও (১১ মে) রোববার বেলা তিনটায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ২৬ শতাংশ।


জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম বলেন, ‘জেলা বিএনপি উদ্যোগে শহরের সর্বাধিক গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে। তিনি বলেছেন, যতদিন না এই পরিস্থিতির উন্নতি হয় মানবিক কাজের অংশ হিসেবে মোড়ে মোড়ে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্যহত রাখতে। আমরা স্বেচ্ছায় এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করছেন, যা আমাদের মনের তৃষ্ণা মেটাচ্ছে।’


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিব সাদী বলেন, ‘গরমে সবারই উচিত প্রচুর পানি পান করা, বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্ন নেয়া। এসময় হাসপাতালের মেডিসিন, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। পানিশূন্যতায় আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা সর্বাধিক। হাসপাতালে কলেরা স্যালাইন ও খাবার স্যালাইন সরবরাহ রয়েছে। গরমে বর্হিঃবিভাগেও রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালের চিকিৎসকগণ তাদের সাধ্যমত সেবা দিয়ে চলেছেন।’


চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক রকিবুল ইসলাম বলেন, ‘গত এক সপ্তাহে পরপর চার দিনসহ পাঁচ দিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা এ জেলায় রেকর্ড হয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণ দিক থেকে বাতাস শুরু হয়েছে, যা স্বাভাবিক। এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশে বজ্র মেঘের মৃষ্টি হলে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে।’



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত