মেহেরপুরে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর শহরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলের মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিন দিনব্যাপী এ আয়োজনে ক্ষুদে বিজ্ঞানীরা স্বয়ংক্রিয় কৃষি গবেষণা কেন্দ্র, উন্নত কৃষি প্রযুক্তি, ফার্ম বিস্তার পদ্ধতি, কার্বন ফিল্টারসহ নানাবিধ উদ্ভাবন প্রদর্শন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।