বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ৪টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৫ ইং
মেহেরপুরে ৪টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে চারটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে বুড়িপোতা বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা চারটি স্বর্ণের বারের ওজন ৭০৪ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের দিকনির্দেশনায় এবং নায়েক মাসুদ হাওলাদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।


বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১১৭ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্যানপাড়া তিন রাস্তার মোড়ে বাইসাইকেলযোগে দুই ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবির সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে টহল দল তাদের ধাওয়া করে আটক করে। আটককৃতরা হলেন-মেহেরপুরের বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আবুল কালাম (৪৪) ও মৃত জহুর মণ্ডলের ছেলে আরজ আলী (৭১)।


ঘটনার পর বিজিবির টহল কমান্ডার নায়েক মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতদের থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত