বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ডিএস ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতির দায়িত্বেজা মায়াতের জেলা আমির রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৫ ইং
দর্শনা ডিএস ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতির দায়িত্বেজা মায়াতের জেলা আমির রুহুল আমিন

দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসার সভাপতি হিসেবে জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় নবনির্বাচিত সভাপতির সঙ্গে সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তারা মাদরাসায় পৌঁছালে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর গভর্নিং বডির প্রথম মিটিংয়ের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নবনির্বাচিত সভাপতি অন্যান্য সদস্যদের সাথে নিয়ে শিক্ষককদের সাথে মতবিনিময় করেন।


এসময় সভাপতি রুহুল আমিন মাদ্রাসার সকল সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। তিনি শিক্ষকদের প্রতি স্ব-স্ব দায়িত্ব পালনের এবং মাদরাসার আগের গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের পিতা-মাতা ও দেশের মুখ উজ্জল করার লক্ষ্যে লেখাপড়ায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি মাদরাসার ছায়া সংসদ ‘ছাত্রকল্যাণ পরিষদ’-এর নেতৃবৃন্দের সাথেও পৃথক বৈঠক করেন।


নবনির্বাচিত গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক এফ এ আলমগীর, সাংস্কৃতি কর্মী মাসুম বিল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তানভীর রহমান অনিক, অভিভাবক সদস্য সুপার মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শাহ আলম ও মনির হোসেন মুকুল, প্রতিষ্ঠাতা প্রতিনিধি শরীফ আল ফারুক ওমর গালিব, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আবুল হোসেন, আরিফুজ্জামান, মাওলানা আবু সাঈদ ও চিকিৎসক সদস্য বিশিষ্ট অর্থোপেডিক্স ডা. আব্দুর রহমান। উল্লেখ্য, গভর্নিং বডি গঠনের লক্ষ্যে গত ৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ