জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় সুধী সমাবেশ অনষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এর আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদরাসার জমিদাতা সদস্য আবুল কালাম আজাদ।
সুধী সমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিন বিশ্বাস, সহ-সুপার ফয়জুল আহমেদ, শিক্ষক মেহেদী হাসান, মাওলানা সানোয়ার হোসেন এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষক-ছাত্রের সম্পর্কের মূল ভিত্তি হলো ভালোবাসা। এই জায়গাটায় সচেতন থাকলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব।’ সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘নিয়মিত মনিটরিং, পরিবেশ নিশ্চিতকরণ এবং সুসম্পর্ক বজায় রেখে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন সম্ভব।’