মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির সভাপতি এ কে এম খায়রুল বাশার। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. কামরুল হাসান বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে তৃণমূলে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। এই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব।’ সবমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মাহমুদ, সদস্য আলমগীর খান ছাতু, আব্দুল্লাহ ওমর ফারুক লিটন, হাফিজুল ইসলাম হ্যাপি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের সাবেক সভানেত্রী রোমানা আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, আনসারুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু এবং যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্যসচিব বাকা বিল্লাহ, মেহেরপুর পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম কালু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আবু ইউসুফ মিরন, বিএনপি নেতা মোশারফ হোসেন ও আবদুল্লাহ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ারুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাভলু, মোশারফ হোসেন তপু, এসএ খান শিল্টু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা ফকির, আমঝুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুল ইসলাম, নেতা টিপুসহ বুড়িপোতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ড কাউন্সিলরদের ভোটে নাসির উদ্দিন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ফরিদ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।