বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের মাসিক সাংগঠনিক সভা

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় জামায়াতের মাসিক সাংগঠনিক সভা

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলার সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমানে দেশে সৎ, দক্ষ, আদর্শবান ও ন্যায়ের পথপ্রদর্শক নেতৃত্বের অভাব পকৃটভাবে দেখা দিয়েছে। জামায়াত ইসলামী এমন একটি সংগঠন যারা নৈতিকতা ও দেশপ্রেমে উদ্দীপ্ত যোগ্য নেতৃত্ব গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন পর্যায় থেকে দেশগঠনে একদল আদর্শবান নেতাকর্মী গড়ে তুলতে হবে, যারা মানবকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইসলামী মূল্যবোধভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ গঠনে আগামী জাতীয় নির্বাচনে সকলকে দলমত নির্বিশেষে এক কাতারে এসে এগিয়ে আসতে হবে।’


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হোসেন টিপু, নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার প্রমুখ। সভায় এপ্রিল মাসের সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা, কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, এবং আগামীর কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা।



কমেন্ট বক্স