দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট বলদিয়া গ্রামে কাঁচা রাস্তা থেকে পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ শফি। এসময় উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবার রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক হাসান আলী, সোহরাব হোসেন, শফিকুল ইসলাম, জয়নাল আবেদীন প্রমুখ।