মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, পিপি সাইদুর রাজ্জাক, জেলা কমান্ডেন্ট কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলার নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।