সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্তর্জাতিক নার্স দিবসে জীবননগর, মেহেরপুর ও মুজিবনগরে নানা আয়োজন

‘নার্সরা শুধু চিকিৎসা সহকারী নয়, তারা মানবিকতার প্রতীক’
  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
আন্তর্জাতিক নার্স দিবসে জীবননগর, মেহেরপুর ও মুজিবনগরে নানা আয়োজন

চুয়াডাঙ্গার জীবননগরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি।’ এ উপলক্ষে গতকাল সোমবার দুপুর ১২টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে হাসপাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি কনসালট্যান্ট ডা. শ্যামল কুমার পাল।

বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ওমর ফারুক, ডা. মোছা. কবিতা খাতুন ও নার্সিং সুপারভাইজার রানু খাতুন। এছাড়া হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র স্টাফ নার্স শিখা রানী বিশ্বাস। আলোচনা সভা শেষে কেকে কেটে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নার্সদেরকে আমরা শুধু চিকিৎসা সহকারী বলি না, আমরা তাদের বলি সাহস, সহানুভূতি ও দায়িত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি। প্রতিটি হাসপাতাল, ক্লিনিক কিংবা স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে নার্সরাই সেই মানুষ, যারা দিনরাত রোগীর সেবায় আত্মনিয়োগ করেন। রোগী যখন একা, পরিবারের বাইরে, তখন সবার আগে পাশে দাঁড়ান একজন নার্স।


আন্তর্জাতিক নার্স দিবসে আমরা শুধু একটি অনুষ্ঠান করি না, আমরা স্মরণ করি সেই নারী ও পুরুষদের, যারা জীবনের ঝুঁকি নিয়ে, ক্লান্তিহীনভাবে রোগীর সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে করোনা মহামারির সময় আমরা নার্সদের সাহসিকতা নিজের চোখে দেখেছি। তাঁদের আত্মত্যাগের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা বিশ্বাস করি, একজন নার্স শুধু একটি চাকরি করেন না, বরং তিনি একটি মানবিক দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব পালনে প্রয়োজন যথাযথ স্বীকৃতি, সম্মান এবং উপযুক্ত কর্মপরিবেশ। তাই আজকের এই দিনে আমি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো, নার্সদের মর্যাদা, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা আরও বাড়ানো হোক।’

বক্তারা আরও বলেন, দেশের সব নার্সকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা আছেন বলেই আমাদের স্বাস্থ্যব্যবস্থা এগিয়ে যাচ্ছে। নার্সদের এ ত্যাগ আর নিষ্ঠা আমাদের সবার জন্য প্রেরণা। নার্সিং পেশার সম্মান বৃদ্ধি পাক, সমাজে নার্সরা পান তাঁদের ন্যায্য অবস্থান, এই প্রত্যাশা করি।’


এদিকে, আলোচনা সভা র‌্যালি ও কেক কাটার মধ্যদিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেলে হাসপাতালে নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতাল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র নার্স আজিরন নেছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডা. ফজলুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ডা. মেহেদী হাসান ও ডা. সউদ কবীর। বক্তব্য দেন আসাদুল হক, বেলায়েতুননেসা, সোনালী, মিলন শর্মা, মাইকেল, ওয়াজেদ আলী প্রমুখ। পরে সেখানে কেক কাটা হয়।

এর আগে সকালে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সিনিয়র নার্স আজিরন নেছার নেতৃত্বে র‌্যালিটি শহরের পাথর গেট এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে মেহেরপু ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেলে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।


এদিকে, আন্তর্জাতিক নার্স দিবস-২০২৫ উপলক্ষে মুজিবনগরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শপথ পাঠ ও গুণী নার্সদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রিয়া গুপ্তার নেতৃত্বে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নার্সিং সুপারভাইজার সুশীলা মন্ডল এবং প্রধান অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রিয়া গুপ্ত। সিনিয়র স্টাফ নার্স মার্ক অনুপম মন্ডলের সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স শাকিলা খাতুন, মার্থা সুকেশী বিশ্বাস, সলোমন মল্লিক, শামীমা ইয়াসমিন, মিডওয়াইফ মুক্তা খাতুন, ঊর্মিলা ঝুমুর মল্লিক প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু