জীবননগর উপজেলার সিংনগর গ্রামে ভিটে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও ঘটনার ১০ দিনেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ মে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর হালদারপাড়ায় সন্তোষ হালদারের ভিটে জমি দখলের চেষ্টা করেন একই গ্রামের নিমাই হালদার ও তার সহযোগীরা। এ নিয়ে শুরু হয় সংঘর্ষ। এতে গুরুতর আহত হন গোপাল হালদারের ছেলে কালিপদ হালদার (৬৫), তার ছেলে সন্তোষ হালদারসহ (৪২) অন্তত তিনজন। গোপাল হালদারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর হয়ে ঢাকায় পাঠানো হয়। তার পিঠ ও কিডনিতে ৩১টি সেলাই করা হয়েছে। অপর এক জনের হাতে ১৩টি সেলাই পড়ে এবং হাত ভেঙে যায়।
এ ঘটনায় গোপালের ছেলে কৃষ্ণ হালদার বাদী হয়ে নিমাই হালদারসহ ৬ জনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন পুলিশ গৌরিপদের ছেলে আকাশকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি নিমাই হালদার এখনো পলাতক রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকায় নিমাই হালদার দীর্ঘদিন ধরে এলাকায় অত্যাচার ও জমি দখল করে আসছেন। বর্তমানে তিনি আবারও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।