শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বাওট কলেজ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের লক্ষ্যে কলেজের শ্রেণি কক্ষে ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটার তাদের নেতা নির্বাচন করেন। ওয়ার্ড নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করা হয়। নির্বাচনে ২৪৪ ভোট পেয়ে হামিদুল হক সভাপতি ও জাহিদুল ইসলাম ১৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান মনি।

সম্মেলনের শুরুতে গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মহাম্মদ, আমিরুল ইসলাম। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।



কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা