ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে হত্যা মামলার আসামি ইব্রাহীম ওরফে ইব্রা নামে এক ব্যক্তিকে গুলি করা হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। তার পায়ে গুলি লেগেছে। ইব্রা বাঘাডাঙ্গা গ্রামে টেনা ওরফে হালসেনার ছেলে। গতকাল রোববার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে রফি নামে এক ব্যক্তির মোটরসাইকেল পড়ে ছিল। স্থানীয় ইউপি মেম্বর ওবাইদুল ঘটনা নিশ্চত করেন। এ ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাই হত্যার প্রতিশোধ নিতে এই হামলা হতে পারে বলে গ্রামবাসী মনে করছে।
তথ্য নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ১৭ জানুয়ারি বাঘাডাঙ্গা গ্রামের কল্যাণপাড়ায় সোনা চোরাচালান নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে চাচা মণ্টু ও ভাতিজা শামিমকে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় ইব্রা ২ নম্বর আসামি। ইব্রাকে গুলি করার পর সেখানে যে মোটরসাইকেল পড়েছিল, সেটি নিহত শামিমের ভাই রফির বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম খবর নিশ্চত করে জানান, খবর পেয়ে তিনি এখন ঘটনাস্থলে দিয়েছেন। সেখান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।