বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ছাত্র-জনতার আনন্দ মিছিল

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
জীবননগরে ছাত্র-জনতার আনন্দ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জীবননগরে ছাত্র-জনতা আনন্দ মিছিল করেছে। গতকাল রোববার মাগরিবের নামাজের পর জীবননগর মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি চ্যাংখালি ও হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।


সমাবেশে বক্তব্য দেন জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, সদস্যসচিব হৃদয় এবং জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফ হোসেন প্রমুখ। মিছিল ও সমাবেশে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’-এই ধরনের স্লোগান দেওয়া হয়।


সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছে। তাদের মনে করিয়ে দিতে চাই-এখন স্ক্রিনশটের যুগ। প্রতিটি পোস্ট সংরক্ষণ করা হচ্ছে। বাংলার মাটিতে তোমাদের ঠাঁই হবে না। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হওয়ার পর আর ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগও পারবে না।’



কমেন্ট বক্স