বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: মাদক ব্যবসায়ী আটক

আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গঁাঁজাসহ সনিরুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সনিরুল ইসলাম দৌলতপুর থানাধীন জামালপুর ত্রিমহনী পাড়ার হামিদুল আজমের ছেলে।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার হাপানীয়া পুলিশ ক্যাম্প জানতে পারে, এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য হাপানীয়া চৌরাস্তা মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্প পুলিশ ছদ্মবেশে হাপানিয়া দক্ষিণ পাড়া চৌরাস্তা মোড় অবস্থান নেয়। এসময় এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তার পিছু নেয় হাপানীয়া পুলিশ ক্যাম্পের এসআই ওবায়দুল্লাহ আল মামুন। তখন পরিস্থিতি বুঝতে পেরে সটকে পড়ার চেষ্টা করেন সনিরুল ইসলাম। এসময় পুলিশ তাকে আটকের পর তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, হাপানিয়া পুলিশ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সনিরুল ইসলাম নামে একজনকে আটক করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ